|

রেডিও১৯ এর পক্ষ থেকে লিয়াকত আলি লাকিকে শুভেচ্ছা স্মারক প্রদান

প্রকাশিতঃ ৯:০৩ অপরাহ্ণ | মে ২১, ২০১৯

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ‘যুগান্তরের ঘূর্ণিপাকে’ স্লোগানে এগিয়ে চলা ময়মনসিংহের প্রথম রেডিও চ্যানেল ‘রেডিও১৯’ এর পক্ষ থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমী মহাপরিচালক লিয়াকত আলি লাকি মহোদয়কে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে।

একুশে পদক প্রাপ্ত এ বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ‘রেডিও১৯’ কার্যালয় পরিদর্শণ করে বিভিন্ন পরামর্শ প্রদান করে উক্ত প্রতিষ্ঠানের উত্তর উত্তর সফলতা কামনা করেন। তিনি প্রত্যাশা করেন যে, ‘রেডিও১৯’ এর মাধ্যমে বাংলা ও বাঙালীর ইতিহাস ঐত্যিহ্য তুলো ধরবে গোটা বিশ্বে।

রবিবার সন্ধ্যায় ‘রেডিও১৯’ এর প্রধান নির্বাহী রনি রাসেলের হাত থেকে ওই শুভেচ্ছা স্মারণ গ্রহণ করেন লিয়াকত আলি লাকি।

এসময় উপস্থিত ছিলেন নাট্যগুরু শাহাদাত হোসেন খান হিলু, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সারোয়ার জাহান, ময়মনসিংহ জেলা বিএমএ‘র সাধারণ সম্পাদক ডা. এইচ. এ .গোলন্দাজ তারা, বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশাসন বিভাগের কালচারাল অফিসার মো. আসফ -উদ-দৌলাসহ স্থানীয় সাংস্কৃতিক ও সামাজিক বাক্তিবর্গ ও ‘রেডিও১৯’ এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা -কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email