ভালুকায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
প্রকাশিতঃ ৭:৫৭ অপরাহ্ণ | নভেম্বর ০৮, ২০২৫
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম কে প্রকাশ্যে লাঞ্ছিত করা, মুক্তিযোদ্ধা আবুল কালামকে অন্যায় ভাবে মামলা বিহীন গ্রেফতার ও মুক্তিযোদ্ধা পারভেজ খোকনের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে শনিবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জামাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ ময়মনসিংহ জেলা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নাজমুল ইসলাম বেগ। প্রধান অতিথির বক্তব্য নাজমুল ইসলাম বলেন, একজন বীর মুক্তিযোদ্ধাদের প্রকাশ্যে লাঞ্ছিত করার পিছনে স্বাধীনতা বিরোধী চক্র জড়িত থাকতে পারে। উক্ত ঘটনার সাথে জড়িত অপরাধীদের শাস্তির দাবি করে তিনি বলেন, অপরাধীদের দ্রæত আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় মুক্তিযোদ্ধারা কঠিন কর্মসূচী দিতে বাধ্য হবে। এসময় অন্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা কমান্ডের সদস্য সচিব আলহাজ আব্দুল খালেক মন্ডল, সদস্য এমদাদুল হক, গফরগাঁও থানা কমান্ডের আহবায় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম বীর মুক্তিযোদ্ধা গাজী লাল মাহমুদ সরকার, আব্দুল খালেক আকন্দ, আব্দুর রহমান খান, আব্দুস সামাদ, হারুন অর রশিদ, মোঃ হেলাল উদ্দিন ঢালী, সাইফুল ইসলাম ও আব্দুল হক প্রমুখ। এছাড়াও মুক্তিযোদ্ধা আব্দুল করিমের ছেলে, স্ত্রী, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন কমান্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


