ভালুকায় ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন
প্রকাশিতঃ ৩:৪৬ অপরাহ্ণ | জুলাই ১৮, ২০১৯

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: “পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টি সম্মত খাবার” ও “শিক্ষায় বন প্রতিবেশ আধুনিক বাংলাদেশ” প্রতিবাদ্যকে সামনে নিয়ে ভালুকায় ফলদ বৃক্ষ মেলা শুভ উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্ত¡র থেকে একটি র্যালি বের হয়।
পরে উপজেলা পরিষদ চত্ত¡র মুক্তমঞ্চে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, পৌর মেয়র ডা. একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম, ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস-চেয়ারম্যান ড. সেলিনা রশিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জেসমিন নাহার।
এসময় র্যালীতে উপস্থিত বিভিন্ন স্কুল কলেজের শিক্ষাদের মাঝে বিনামূল্যে ৩শতাধিক গাছের চারা বিতরন করা হয়।
য়।