ভালুকায় আ’লীগের কমিটি করতে বাধা দেয়ার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন
প্রকাশিতঃ ১২:৪৮ পূর্বাহ্ণ | নভেম্বর ০৩, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: ময়মনসিংহের ভালুকায় ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে আওয়ামীলীগের কমিটি করতে বাধা দেয়ার প্রতিবাদে উপজেলার ১০ নং হবিরবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শনিবার দুপুরে ভালুকা প্রেসক্লাব মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শুনান, হবিরবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব জুলহাস উদ্দিন মাষ্টার।
লিখিত বক্তব্যে আলহাজ্ব জুলহাস উদ্দিন মাষ্টার বলেন, গত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে আনারস প্রতিক নিয়ে নির্বাচন করে আবুল কালাম আজাদ বিজয়ী হন। তারপর থেকে তিনি নৌকার পক্ষের লোকজনদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকী দিয়ে আসছেন। কেন্দ্রের নির্দেশ অনুযায়ী গত ১৯ অক্টোবর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সম্মেলনের তারিখ ঘোষণা করা হলে নৌকার বিরোধী ও দলে অনুপ্রবেশকারীদের নিয়ে আবুল কালাম আজাদ সম্মেলন করতে বাধা দেন এবং ওই ইউনিয়নে কোন কমিটি করতে দিবেনা বলে হুমকি প্রদান করেন।
তিনি আরও বলেন, আবুল কামাল আজাদ নৌকার বিরোধীদের নিয়ে ওয়ার্ড ও ইউনিয়ন সম্মেলন বানচালের ষড়যন্ত্র করছে। এ জন্য তিনি ইউনিয়ন আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্যদের ভয় ভীতি দেখিয়ে ও বল প্রয়োগ করে তাদের কাছ থেকে স্বাক্ষর নিচ্ছেন। বিষয়টি জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ কে লিখিত ভাবে অবহিত করা হয়েছে। কমিটি যাতে সুষ্টুভাবে করতে পারেন এ জন্য সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আ’লীগের সভাপতি বীর মুক্তিযোাদ্ধা হাজি নিজাম উদ্দিন, সহ সভাপতি ইসহাক সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ ও রফিকুল ইসলাম সুরুজ, প্রচার সম্পাদক মকবুল হোসেন মৃধা, ৪ নম্বর ওয়ার্ড আ’লীগের সভাপতি আলমাছ উদ্দিন, সহ দপ্তর সম্পাদক মিলন হক, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি জালাল উদ্দিন, ৮ নম্বর ওয়ার্ড সভাপতি আবুল হাসেম মন্ডল, ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল করিম রিপন ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার আলমগীর কবির প্রমূখ।