ভালুকায় স্বেচ্ছাসেবকদের মাঝে বিনামূল্যে সুরক্ষাসামগ্রী বিতরণ
প্রকাশিতঃ ১০:১০ অপরাহ্ণ | জুন ২৮, ২০২০

জাহিদুল ইসলাম খাঁন, বিশেষ প্রতিবেদকঃ ময়মনসিংহের ভালুকা হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ওই ইউনিয়নের করোনা কার্যক্রমে নিয়োজিত ৩৫০জন স্বেচ্ছাসেবকদের বিনামূল্যে পিপিই, কেএন৯৫ মাস্ক ও প্রোটেকটিভ চশমা বিতরণ করা হয়।
রবিবার বিকাল হতে সন্ধ্যা পর্যন্ত এই বিতরণ কার্যক্রম চলে। হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চুর সভাপতিত্বে বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম পিন্টু ও ওই ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যবৃন্দ।
হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু বলেন, আমার ব্যক্তিগত তহবিল ও ইউনিয়ন পরিষদের তহবিল হতে যৌথ অর্থায়নে ৩৫০জন স্বেচ্ছাসেবকদের এসব সামগ্রী বিতরন করা হয়।
উল্লেখ্য ভালুকায় আজ পর্যন্ত ২১৫জন করোনায় আক্রান্তদের ইউনিয়ন পর্যায়ে হবিরবাড়ীতেই ১২১জন করোনায় আক্রান্ত হয়। যা ইউনিয়ন পর্যায়ে সর্বাধিক।