ভালুকায় হালিমুন্নেছার দুই শিক্ষার্থীর প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন
প্রকাশিতঃ ৪:১৮ অপরাহ্ণ | অক্টোবর ১৪, ২০২০

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবর: বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ সম্মাননা “প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড” অর্জন করেছে ভালুকার ঐতিহ্যবাহী হালিমুন্নেছা চৌধুরাণী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের ২ জন শিক্ষার্থী। তারা হলেন ১০ম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া জামান স্নিগ্ধা ও সামসুন্নাহার সুইটি।
গত বছর (২০১৯ সাল) অনুষ্ঠিত লিখিত পরীক্ষা ও ২০২০ সালের ১৮ জুলাই অনুষ্ঠিত ভাইবা পরীক্ষায় হালিমুন্নেছা চৌধুরাণী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের ২ জন শিক্ষার্থী সুমাইয়া জামান স্নিগ্ধা ও ফাইজুন্নাহার সুইটি অংশ গ্রহণ করে।
১৩ অক্টোবর, ২০২০ খ্রি. রাতে বাংলাদেশ স্কাউটসের ওয়েবসাইটে এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফলাফলে দেখা যায় হালিমুন্নেছা চৌধুরাণী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের ২ জন শিক্ষার্থীই প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড (পিএস অ্যাওয়ার্ড) এর জন্য মনোনীত হয়েছেন।
এ বিদ্যালয় থেকে ২০১৭ সালেও একজন শিক্ষার্থী তাজনুর আক্তার প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড (পিএস অ্যাওয়ার্ড) অর্জন করেছিলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নীনা বলেন, “আমার বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ সাফল্যে আমি আনন্দিত ও অভিভূত। আমি আশা করি আগামীতে আরো অধিক সংখ্যক শিক্ষার্থী পিএস অ্যাওয়ার্ড অর্জন করতে পারবে।”