ভালুকায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ
প্রকাশিতঃ ৩:৫৪ অপরাহ্ণ | অক্টোবর ১৭, ২০২০

আনোয়ার হোসেন তরফদার, ভালুকার খবর: ময়মনসিংহের ভালুকায় ধর্ষণসহ সকল নারী নির্যাতন প্রতিরোধে ‘নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী’ বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভালুকা পৌরসভা বিট পুলিশের উদ্যোগে শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিনের সভাপতিত্বে ও ইন্সপেক্টর তদন্ত মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের (ময়মনসিংহ) সংসদ সদস্য মনিরা সুলতানা মনি।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, পৌর মেয়র ডা. এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ড. সেলিনা রশিদ, ভালুকা সরকারী কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ, সাবেক অধ্যক্ষ সাইদুর রহমান, ভালুকা প্রেসক্লাবের সভাপতি এস এম শাজাহান সেলিম, সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. কুতুব উদ্দিন, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জালাল পাঠান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সাদিকুর রহমান তালুকদার প্রমুখ।