ভালুকায় খাস জমি থেকে মাটি কাটার অভিযোগে আটক-১
প্রকাশিতঃ ৪:০৫ অপরাহ্ণ | মার্চ ২৬, ২০২১

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ময়মনসিংহের ভালুকায় সরকারী খাস খতিয়ানের জমি থেকে অবৈধ্য ভাবে মাটি কাটার অভিযোগ এক ভেকু ড্রাইভারকে আটক করেছে ভ্রাম্মমান আদালত। মঙ্গলবার রাতে ভ্রাম্মমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাইন উদ্দিন ওই আদালত পরিচালনা করেন। এসময় কুষ্টিয়া জেলার সদর উপজেলার নাজিম উদ্দিনের ছেলে ড্রাইবার জামিরুল শেখকে ভেকু চালানুর সময় হাতেনাতে আটক করে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে মান্নান মিয়া, নারায়ন শাহার ছেলে বিশ্বজিৎ শাহা, আইয়ূব আলীর ছেলে সেলিম মিয়া দীর্ঘদিন ধরে উপজেলার উথুরা ইউনিয়নের জাটিয়া মৌজার সরকারী খাস জমি থেকে মাটি কাটছে। এ বিষয়ে স্থানীয় আঃ ছামাদ বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট মাইন উদ্দিন অভিযান চালিয়ে জামিরুল শেখ নামের এক ভেকু চালককে আটক করেছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মাইন উদ্দিন জানান, ‘এ অভিযোগে একজনকে আটক করা হয়েছিলো। পরে মুছলেখা নিয়ে প্রথমবারের মত ক্ষমা করা হয়েছে। পরবর্তীতে যদি কেউ সরকারী জমি থেকে মাটি কাটে তাহলে কঠোর আইনি ব্যাবস্থা নেওয়া হবে।’