|

মানুষকে সন্তুষ্ট করা সম্ভব?

প্রকাশিতঃ ১২:৪১ অপরাহ্ণ | আগস্ট ০৪, ২০২১

কামাল হোসেনঃ

আমি হাসলাম,
মানুষ বলল, লাজুক হতে পারো না?

কাঁদলাম,
তারা বলল, হাসতে পারো না?

আমি মুচকি হাসলাম,
তারা বলল, এটা লোক দেখানো কাজ।

মুখ গোমড়া করলাম,
তারা বলল, আসল রূপ প্রকাশ করেছে।

আমি নীরব থাকলাম,
তারা বলল, কথা বলার মুরোদ নেই!

কথা বললাম,
তারা বলল, অতিরিক্ত বাচাল!

আমি সহনশীল হলাম,
তারা বলল, কাপুরুষ!
ক্ষমতা থাকলে ঠিকই প্রতিশোধ নিতো!

সাহস দেখালাম,
তারা বলল, উদ্দেশ্যহীন নির্বোধ!
বুদ্ধি থাকলে অবশ্যই হেকমত অবলম্বন করতো।

আমি দ্বিমত পোষন করলাম,
তারা বলল, বিচ্ছিন্নতাবাদী!

একমত হলাম,
তারা বলল, চাটুকর!

এসব দেখে আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেছে,
যখনই আমি মানুষকে সন্তুষ্ট করতে যাব, তখনই আমাকে তিরস্কৃত হতে হবে!
©ইমাম শাফেয়ী (র:)

পুনশ্চ:
“ঠিক কোনটা সফলতার চাবিকাঠি সেটা আমি আপনাকে বলতে পারছি না।
কিন্তু আপনি সবাইকে সন্তুষ্ট করার চেষ্টা করুন- এর মধ্যেই ব্যর্থতার চাবিকাঠি নিহিত রয়েছে, এটা আপনাকে নিশ্চিত ভাবেই বলতে পারছি ।”
(এড সিরান, ইংরেজ গীতিকার ও সংগীত শিল্পী )

Moral:
শোনো, হাসো এবং একমত হও। তারপর তুমি যা করতে চেয়েছিলে সেটাই করো।নিজের মনের কথা শুনো।
(রবার্ট ডাউনি- আমেরিকান অভিনেতা )

লেখকঃ ফাস্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও (এফএভিপি) শাখা প্রধান
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ভালুকা শাখা।

Print Friendly, PDF & Email