মেদুয়ারীকে ‘মডেল ইউনিয়ন’ হিসেবে গড়তে চায় এ্যাড. জামান
প্রকাশিতঃ ১:১৬ অপরাহ্ণ | ডিসেম্বর ১৮, ২০২১

নিজস্ব প্রতিবেদক, ভালুকার খবরঃ ভালুকা উপজেলার দক্ষিন-পশ্চিম কোনে অবস্থিত ৩৪.০৪ বর্গ কিলোমিটারের মেদুয়ারী ইউনিয়ন। এক সময় এই এলাকায় তেমন কোন ফসল ফলন হতোনা। এখন মাছ, ধান, আখ, কলা, লেবুসহ বিভিন্ন শাক সবজীর ব্যাপক উৎপাদন হয় এখানে। এই জনপদ নানা কারণেই ছিলো একটু অবেহেলিত। একসময়ের অবহেলিত এই জনপদকে সারাদেশে ‘মডেল ইউনিয়ন’ হিসেবে গড়তে চান উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শওকত আলীর ছেলে এ্যাড. সারোয়ার মোর্শেদ জামান।
তৃণমূল থেকে উঠে আসা সাবেক এ ছাত্রলীগ নেতা আইন পেশায় নিয়োজিত আওয়ামীলীগের একজন বলিষ্ঠ কর্মী হিসেবে স্বনামের সাথে দায়িত্ব পালন করছেন। তাছাড়া বিভিন্ন শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত রয়েছেন। ইউনিয়নের জনগণের চাওয়া-পাওয়াকে এগিয়ে নিয়ে একটি ‘মডেল ইউনিয়ন’ গড়ার স্বপ্ন বুনছেন ত্যাগী এই নেতা। অনেক আগে থেকেই তিনি ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে আছেন। ব্যাক্তি জীবনে নিরঅহংকারী ও সাদা মনের মানুষ হিসেবে তাঁর সুনাম সর্বজনবিদিত।
এ্যাড. সারোয়ার মোর্শেদ জামান জানান, গরিব মেহনতি মানুষের ভাগ্য উন্নয়নে মেদুয়ারী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে অসহায় ব্যক্তিদের নানাভাবে সহায়তা করে আসছেন। তাছাড়া এলাকার সামাজিক কর্মকান্ডে বিশেষ করে মানবিক ও বাসযোগ্য সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে সুন্দর একটি ইউনিয়ন গড়তে চেয়ারম্যান প্রার্থী হিসাবে নৌকার মনোনিত প্রর্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে চাচ্ছেন তিনি।
তিনি আরও বলেন, অবহেলিত ইউনিয়নকে একটি ‘মডেল ইউনিয়নে’ রুপ দিতে চাই। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে উপমহাদেশের অন্যতম বৃহত্তর রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আ‘লীগ থেকে আমি মনোনয়ন প্রত্যাশী। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন নিয়ে দীর্ঘদিন থেকে রাজনীতিতে সম্পৃক্ত আছি। যে কোনো সময়, যে কোন আপদে বিপদে ইউনিয়নবাসীর পাশে ছিলাম এবং আছি।
তিনি আরও বলেন, ‘গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা সন্ত্রাসমুক্ত ও মানবিক মডেল ইউনিয়ন গড়ার লক্ষ্যে নৌকার মাঝি হয়ে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাই। নির্বাচিত হয়ে ইউনিয়নের সর্বস্তরের মানুষের সেবা করতে চাই।’
ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ডা. ওয়াজেদ আলী বলেন, ‘এ্যাডভোকেট জামান এলাকার তুমুল জনপ্রিয় একজন ব্যাক্তি। সবসময় অবহেলিত ও নির্যাতিত মানুষের পক্ষে কথা বলেন। আন্তপ্রাণ সংগঠক, দক্ষ, কমিটেড, নির্লোভ ও পরোপকারী মানুষ হিসেবে তাঁকে সবাই সম্মান করে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও নৌকার বিজয় সু-নিশ্চিত করতে একমাত্র এ্যাডভোকেট জামানের বিকল্প কেউ নেই। আমরা ইউনিয়নবাসী এ্যাডভোকেট জামানকেই চেয়ারম্যান হিসেবে পেতে চাই।’