|

ভালুকায় মুক্তিযোদ্ধাদের মাঝে চিকিৎসা ভাতার চেক বিতরণ

প্রকাশিতঃ ১০:৪৬ অপরাহ্ণ | এপ্রিল ০৭, ২০১৮

মাহমুদুল হাসান ফুরাতঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ভাতার চেক বিতরণ করা হয়েছে।শনিবার দুপুরে ভালুকা উপজেলা পরিষদের হল রুমে একশত ৮৯জন কে দুই হাজার টাকার এবং দুইশত দশ জনকে এক হাজার টাকার চেক তোলে দেয়া হয়।দুই ভাগে তিনশত নিরানব্বই জন মুক্তিযোদ্ধা কে এই চিকিৎসা চেক তাদের হাতে তুলে দেয়া হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল ।বক্তব্য রাখেন, পৌর মেয়র ডাঃ একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম,ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি , উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মফিজুর রহমান প্রমুখ।

Print Friendly, PDF & Email