|

ভালুকার শিক্ষা অফিসার জামালপুর সহকারী জেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদান

প্রকাশিতঃ ৬:৪৬ পূর্বাহ্ণ | এপ্রিল ১৩, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবরঃ ভালুকার সাবেক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহিদুজ্জামান জামালপুর সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে যোগদান। বৃহস্পতিবার সকালে জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করেন তিনি। দীর্ঘদিন সৎ পরিশ্রমি মেধাবী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে ভালুকার শিক্ষক সমাজ সহ সকল শ্রেণীর মানুষের সুপরিচিত ছিলেন তিনি। গত ১১ই এপ্রিল প্রমোশন জনিত কারণে উপজেলা প্রশাসন তার বিদায় সংবর্ধনার আয়োজন করেন। এসময় বক্তারা মোহাম্মদ শহিদুজ্জামান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে ভালুকায় সফল ভাবে দায়িত্ব পালনের জন্য ভূয়সী প্রশংসা করেন। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামালের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন,শিকদার মোঃ হারুন অর রশিদ প্রমুখ।

Print Friendly, PDF & Email