ভালুকায় শিলা বৃষ্টিতে বর্ষ বরনের অনুষ্ঠানে ছন্দপতন
প্রকাশিতঃ ১:৫০ অপরাহ্ণ | এপ্রিল ১৫, ২০১৮

মো. রফিকুল ইসলাম রফিক: বর্ষবরনের অনুষ্ঠানে দিনের শুরুটা ছিল নান্দনিক। সকালে ভালুকা উপজেলা পরিষদ চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা নিয়ে নানা শ্রেনী-পেশার হাজারো নারী-পুরুষের সমাগম ঘটেছিল ভালুকা ডিগ্রী কলেজ মাঠে।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা দিনব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন।
এরপর শুরু হয় স্থানীয় শিল্পীদের পরিবেশায় সাংস্কৃতিক অনুষ্ঠান। মধ্যাহ্ন বিরতি টেনে জারী গান শুরু হলেও প্রাকৃতিক দুর্যোগে ছন্দপতন ঘটে অনুষ্ঠানে। ঝড়ো হাওয়ার সাথে মুষল ধারে শিলা বৃষ্টি। প্যান্ডেল ছিঁড়ে যায়,সাউন্ডসহ অন্যান্য যন্ত্রগুলো এলোমেলো হয়ে পড়ে।
হাডুডু সহ দেশীয় অন্যান্য খেলা গুলো বন্ধ হয়ে যায়। জারী গানের শিল্পীরাও মঞ্চ ছেড়ে দেয়। বৃষ্টি থামলে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল মঞ্চে এসে দুর্যোগে বন্ধ হয়ে যাওয়া অনুষ্ঠান পুনরায় সোমবার বিকেল তিনটায় কলেজ মাঠে অনুষ্ঠিত হওয়ার ঘোষনা দিয়ে দিনের অনুষ্ঠান মালার সমাপ্তি টানেন।
বিকেলের দিকে এক পর্যায়ে আবহাওয়া ভাল হয়ে গেলেও ৫টার মধ্যে অনুষ্ঠান সমাপ্তির বাধ্যবাধকতা থাকায় বর্ষবরণের অনুষ্ঠান ও মেলা থেকে নিরাশ হয়ে বাড়ী ফিরতে হয় উপস্থিত লোকজনকে। মেলায় লাভের জন্য আসা ব্যাবসায়ীদেরকেও লোকসান গুনতে হয়।