|

ভালুকায় অসংক্রামন ব্যাধি কর্মশালা

প্রকাশিতঃ ১১:১৬ অপরাহ্ণ | এপ্রিল ১৯, ২০১৮

স্টাফ রিপোর্ট: ভালুকায় বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রাম (বিসিসিপি) আয়োজিত অসংক্রামন ব্যাধি বিষয়ে একদিনের কর্মশালা অুনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ এপ্রিল) সকালে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে ও বিসিসিপি’র সহকারী সহকারী পরিচালক বাদল হাওলাদারের পরিচালনায় কর্মশালায় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন প্রশাসনের পক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চাঁন মিয়া, শিক্ষক প্রতিনিধির মাঝে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশেক উল্যাহ চৌধুরী, সাংবাদিক প্রতিনিধির মাঝে ভালুকা প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান মানিক, সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ খানসহ ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার বৃন্দ, এনজিও প্রতিনিধি, মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীবৃন্দ। কর্মশালায় ভালুকায় অশংক্রমন ব্যাধি উচ্চ রক্তচাপ, হার্ট, এজমাসহ অন্যান্য রোগের উত্তরন ও প্রতিকার বিষয়ে আলোচনা হয়।

Print Friendly, PDF & Email