ভালুকায় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরন বিতরন
প্রকাশিতঃ ১১:২১ অপরাহ্ণ | এপ্রিল ১৯, ২০১৮

স্টাফ রিপোর্ট : ভালুকা উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার সকালে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ প্রনোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে ১শত ৬০ জন কৃষক কে কৃষি উপকরনও নগদ টাকা বিতরন করা হয়েছে ।
প্রধান অতিথি হিসাবে অধ্যাপক ডা. এম আমানউল্লাহ এম পি এ সব কৃষি উপকরন বিতরন করেন । উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামালের সভাপতিত্বে উপকরন বিতরন অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন পৌর মেয়র ডাঃ একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম ,উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার পাল, উপজেলা কৃষকলীগ সভাপতি আহসান হাবিব মোহন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দুল জলিল প্রমুখ । অনুষ্ঠানে প্রতি কৃষককে ৫ কেজি বীজ, ৪০ কেজি সার ও কিটনাশক, ১শত২০ জন কে ৫শত টাকা ও ৪০ জনকে ১ হাজার টাকা করে নগদ টাকা বিতরন করা হয় ।