|

ভালুকায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

প্রকাশিতঃ ১১:৩০ অপরাহ্ণ | এপ্রিল ১৯, ২০১৮

স্টাফ রিপোর্ট : ভালুকা উপজেলার ভরাডোবা নারাঙ্গীপাড়া গ্রামে বৃহস্পতিবার দুপুরে ছোটভাইয়ের পেরেকের আঘাতে বড়ভাই খুন হয়েছে।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, ঘটনার সময় ভরাডোবা নারাঙ্গী পাড়ার হেলাল উদ্দিন ছেলে ভালুকা -ত্রিশাল মৈত্রী কলেজের ছাত্র এইচ এসসি পরীক্ষার্থী বাহার উদ্দিন (২০) তার সহোদর ছোট ভাই ভরাডাবা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র আজাহার (১৪) কে স্কুলে না যাওয়ার কারন জানতে চেয়ে ছোট ভাইকে শাসন করে । এতে ক্ষিপ্ত হয়ে ছোট ভাই আজাহার বড় ভাই বাহার উদ্দিন কে হাতে থাকা পেরেক দিয়ে বুকে আঘাত করে ।  স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় বাহারকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Print Friendly, PDF & Email