|

শ্রীপুরে সন্তানের সামনে স্ত্রীকে কুপিয়ে হত্যা করলো স্বামী

প্রকাশিতঃ ১১:৪৫ অপরাহ্ণ | এপ্রিল ১৯, ২০১৮

গাজীপুর প্রতিনিধি:  গাজীপুরের শ্রীপুরে কুপিয়ে এক নারীকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ৮টায় উপজেলার মূলাইদ গ্রামে এ ঘটনা ঘটে। হত্যার অভিযোগে ওই নারীর স্বামীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন।

নিহত নারী হলেন বেদেনা বেগম (৫০)। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বাতুয়াদি গ্রামের ফজর উদ্দিনের (৬০) স্ত্রী। বেদানা তিন মেয়ে ও এক ছেলেসহ শ্রীপুরের মূলাইদ গ্রামে ভাড়া থাকতেন।

বেদেনার মেয়ে রুবিনা আক্তার বলেন, তিনি ও তাঁর মা স্থানীয় ভিয়েলাটেক্স কারখানায় চাকরি করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁদের থাকার ঘরে দুই বোন ঘুমিয়ে ছিলেন। খাটের পাশে মেঝেতে ঘুমাচ্ছিলেন মা বেদেনা বেগম ও ছোট ভাই রাফি। হঠাৎ সন্ধ্যা ৭টার দিকে তাঁর বাবা ফজর উদ্দিন বাড়িতে ফিরে সবাইকে ডেকে তুলে বলেন “তোমাদেরকে কেউ মেরে ফেলতে চায়, তোমাদের মেরে ফেলবে”।

রুবিনা বলেন, তাঁর বাবা ফজর উদ্দিন কয়েক বছর আগে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন। মাঝে মধ্যে এখনো সে রকম আচরণ করেন। সে জন্য তাঁরা এই কথার কোনো গুরুত্ব দেননি। বরং বাবাকে বলেছেন, “কে আমাদের মারবে, কেউ মারবে না, আপনি ঘুমান।’ পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শব্দ পেয়ে ঘুম ভেঙে দেখেন তার মাকে ধারালো বটি দিয়ে কোপাচ্ছেন তাঁর বাবা। কাছে গিয়ে বাধা দিতে গেলে তাঁদের দিকেও তেড়ে আসেন। রুবিনা বলেন, দেখতে দেখতে বাবা মার মাথায় অসংখ্য কোপ দিয়ে ফেলে। তাঁদের চিৎকারে আশপাশের মানুষ এসে তাঁর বাবাকে হাতেনাতে ধরে ফেলে পুলিশকে খবর দেয়। বটির কোপে ঘটনাস্থলেই বেদেনা বেগমের মৃত্যু হয়।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফজর উদ্দিনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

Print Friendly, PDF & Email