ভালুকায় ট্রাক চাপায় প্রতিবন্ধী শিশুর মৃত্যু
প্রকাশিতঃ ১২:৩৯ অপরাহ্ণ | এপ্রিল ২০, ২০১৮

স্টাফ রিপোর্ট: ভালুকায় ট্রাক চাপায় এক প্রতিবন্ধী শিশুর নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের রাসেল স্পিনিং মিলের সামনে।
পুলিশ জানায়, প্রতিবন্ধী সৌরভ রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। নিহত সৌরভ টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার মনতলা গ্রামের সুভাস চন্দ্র বর্মনের ছেলে। প্রতিবন্ধী হওয়ায় তাকে তার পরিবারের লোকজন শিকল দিয়ে সবসময় বেধে রাখতো। শুক্রবার সকালে সবার অজান্তে শিকল খুলে সে রাস্তায় এলে এ দূর্ঘটনা ঘটে। তার পরিবার কাঠালী এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতো।