ভালুকায় চক্ষুশিবির: বিনা মুল্যে প্রথম ধাপের ৩০জনের অপারেশন শুরু
প্রকাশিতঃ ৭:০৬ অপরাহ্ণ | এপ্রিল ২০, ২০১৮

মো. রফিকুল ইসলাম রফিক: ভালুকা ক্লাবের ব্যাবস্থাপনায় ঢাকার লায়ন ক্লাব ও গেন্ডারিয়া লিও ক্লাবের উদ্যোগে বিনা মুল্যে চোখের অপারেশন সুবিধা পাচ্ছেন ৯৮জন রোগী। শুক্রবার সকালে ভালুকা থেকে ৩০জনকে নিয়ে যাওয়া হয়েছে বাকীদের ২৩এপ্রিল নিয়ে যাওয়া হবে ঢাকার আঁগারগাও লায়ন চক্ষু হাসপাতালে। এর আগে ১৫ মার্চ ভালুকা পাইলট স্কুলে দিনব্যাপী ক্যাম্পেইনে ১৫শত রোগীর মধ্যে ৯৮জনকে চক্ষু অপারেশনের জন্য বাছাই করেছে। লিও ক্লাবের পরিচালক রিয়াসাত ইসলাম ও ভালুকা ক্লাবের সভাপতি সুমন খান জানান দরিদ্র ও অসহায় রোগীদের সেবার লক্ষ্যে তাদের এ প্রচেষ্ঠা। ক্লাব গুলো আর্তমানবতার সেবায় স্বপ্রনোদিত হয়ে দেশের বিভিন্ন স্থানে ছুটে সেবামুলক এ কার্যক্রম পরিচালনা করছে। তারই অংশ হিসেবে ভালুকার ৯৮জন রোগীকে বিনা খরচে চোখের অপারেশন সুবিধা দিচ্ছে লায়ন ক্লাব অব ঢাকা ও লিও ক্লাব গেন্ডারিয়া। ভালুকা ক্লাব সদস্যরা এ আয়োজনে সব ধরনের সহযোগীতা দিয়েছে। ভালুকা থেকে ৩০জন রুগীর সফরসঙ্গী হিসেবে ঢাকা গিয়েছেন লিও ক্লাবের পরিচালক রিয়াসাত ইসলাম প্রিতম, ভালুকা ক্লাবের সভাপতি সুমন খান, যুগ্ম সাধারন সম্পাদক সেলিম খান, ক্রীড়া বিষয়ক সম্পাদক শাওন ইসলাম, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম জিনু প্রমুখ।