|

কারাগারে কেমন আছেন খালেদা জিয়া

প্রকাশিতঃ ২:০৭ পূর্বাহ্ণ | এপ্রিল ২২, ২০১৮

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন কেমন? কোমর ও পায়ের ব্যথার কারণে তিনি কারাকক্ষের ভিতরেও এখন হাঁটতে পারছেন না। তাঁর ডান চোখে প্রচণ্ড ব্যথা অনুভব করছেন বলে দাবি তাঁর ব্যক্তিগত চিকিৎসকদের। তাঁরা আরও বলছেন, মারাত্মকভাবে লাল হয়ে গেছে ডান চোখ। ওজন কমে গেছে শরীরের। অস্বাভাবিকভাবে কমে গেছে খাওয়া-দাওয়ার পরিমাণ। অন্যদিকে এর সঙ্গে ভিন্নমত সরকারের সংশ্লিষ্ট মহলের।

তাঁরা বলছেন, তাঁর খাওয়া-দাওয়া স্বাভাবিক। শিগগিরই তাঁকে পুনরায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কিংবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানোর পরিকল্পনা রয়েছে। কোনো সমস্যা নেই। বিএনপি রাজনৈতিক কারণে বাড়িয়ে বলছে।

এদিকে, বেগম জিয়ার স্বাস্থ্যগত অবস্থা নিয়ে দলীয় নীতিনির্ধারকরা রীতিমতো চিন্তিত। গত মঙ্গলবার অধ্যাপক ডা. মালিহা রশিদ ও ডা. আল মামুন নামের দুজন ব্যক্তিগত চিকিৎসক রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বেগম খালেদা জিয়াকে দেখতে যান। ডা. আল মামুন বেগম খালেদা জিয়ার বোনের ছেলে। তাঁরা জানান, এমসিএস, এমআরআই, বিএমডিসহ জরুরি ভিত্তিতে প্রায় ১০টি পরীক্ষা করানোর জন্য কারা কর্তৃপক্ষের কাছে জোর সুপারিশ করে এসেছেন। বিশেষ করে ইমারজেন্সি ভিত্তিতে তাঁকে চোখের ডাক্তার দেখানোর জন্য অনুরোধ করে এসেছেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ড্যাবের সহসভাপতি ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটেছে। পা ও কোমরের ব্যথাটা মারাত্মক আকার ধারণ করেছে বলে জানা গেছে। পরীক্ষাগুলো ইউনাইটেড হাসপাতালে করার ব্যাপারেও পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু কারা কর্তৃপক্ষ এখনো পর্যন্ত সে অনুযায়ী কোনো ব্যবস্থা নিচ্ছে না।’ কারা কর্তৃপক্ষ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায়, তাঁরা সার্বিক পরিস্থিতির প্রতি দৃষ্টি রেখেছেন। তবে বিএনপি থেকে যেভাবে ব্যাখ্যা দেওয়া হচ্ছে পরিস্থিতি তেমন নয়। সরকারি দলের একজন প্রভাবশালী নেতা বলেন, বিএনপি অকারণে এই বিষয়ে ইস্যু তৈরি করছে। কারা কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা নিয়েছে। তবু এ নিয়ে বেশি কথা বলার কারণ বোধগম্য নয়।

দৈনিক বাংলাদেশ প্রতিদিন

Print Friendly, PDF & Email