ভালুকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ খাদে : আহত-২
প্রকাশিতঃ ৫:২৪ পূর্বাহ্ণ | এপ্রিল ২২, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুটি ভেংগে একটি পিকআপ খাদে পরে যায়। এ ঘটনায় পিকআপে থাকা ড্রাইভার ও হেলপার গুরুতর আহত হয়। ঘটনাটি ঘটেছে শনিবার মধ্যরাতে উপজেলা ভালুকা-গফরগাও সড়কের বাওয়ালিয়াবাজু নামক স্থানে। ভালুকা ফায়ার স্টেশনের সদস্যরা আহত ড্রাইভার ও হেলপার উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।
ভালুকা ফায়ার স্টেশন অফিসার রাকিবুল হাসান জানান, (ঢাকা মেট্রো ন- ১৬-২৫-৭৯) নং পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুটি ভেংগে পানিতে পরে যায়। খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে পিকআপটি খুব রিস্কি অবস্থায় পাই । পিকআপের ভিতরে থাকা হেলপারকে উদ্ধার করতে আমার সহকর্মীদের খুব পরিশ্রম করতে হয়। আল্লাহর রহমতে হেলপারকেও জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠাতে সক্ষম হয়েছি। আহত ড্রাইভার রাসেল মিয়া (৩০) বি-বাড়িয়া জেলার বানচারামপুর এলাকার সেলিম মিয়ার ছেলে ও হেলপার উসমান গনি (২৫) একই এলাকার দায়েম মিয়ার ছেলে।