|

ভালুকায় ভূমিকম্পের মত ঝাঁকুনি দিয়ে বিকট শব্দ, জনমনে আতংক

প্রকাশিতঃ ১:৫৮ পূর্বাহ্ণ | এপ্রিল ২৩, ২০১৮

মিসবাহুল ইসলাম সা‘দ : হঠাৎ বিকট শব্দে প্রকম্পিত হয়ে ওঠে গোটা ভালুকা। ছড়িয়ে পড়ে আতংক, জনমনে দেখা দেয় চরম উদ্বেগ উৎকণ্ঠা।
স্থানীয় লোকজন জানান, রবিবার দুপুরে রৌদ্র উজ্জল দিনে হঠাৎ করেই পৌর এলাকায় পর পর ২বার বিকট শব্দ হয়। বিকট শব্দে পুরো পৌর শহর প্রকম্পিত হয়ে উঠে। পৌরবাসীর মনে এক ধরনের আতংক দেখা দেয়। তারা বিভিন্ন লোকজনের কাছে ফোন করে ও সামনা সামনি শব্দের উৎস খোঁজার চেষ্টা করে।

পৌর শহরের মেজরভিটার বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন পাপ্পু জানান, আজ  দুপুরের দুটি শব্দই আমার মনে হয়েছে আমার বাসার আশে পাশেই কোথাও হয়েছে কিন্তু কেউ এই বিকট শব্দের উৎস বা স্থান বলতে পারেনি।বিষয়টা নিয়ে আমি খুব চিন্তিত। শব্দের সময় আমার চার তলা পুরো বাসা ভূমিকম্পের মত কেঁপে ওঠে। ১৮ই এপ্রিল এমন বিকট শব্দ হয়েছেছিলো গোটা ভালুকায়।
এ ব্যাপারে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ জানান আমিও বিকট শব্দ শুনেছি। কেঊ বলছে, বজ্রপাতের শব্দ, কেউ বলছে, বিমানের শব্দ, কেউ বলছে, ট্রাকের চাকা ফেটে যাওয়ার শব্দ। শব্দের প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চলছে

Print Friendly, PDF & Email