|

ভালুকায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা

প্রকাশিতঃ ৩:১৩ পূর্বাহ্ণ | এপ্রিল ২৩, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকায় জাতীয় অাইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে ২২ এপ্রিল রোববার উপজেলার হালিমুন্নেছা চৌধুরাণী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে লিগ্যাল এইড অফিস ও ডেসোক্রেসি ওয়াচ’র যৌথ উদ্যোগে স্কুল পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম পিন্টু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ওয়াচ, ময়মনসিংহ এর প্রোগ্রাম অফিসার ইসরাত জাহান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মাসুমা সুলতানা। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর’র দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নীনা এবং বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মাসুমা সুলতানা, বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাজেরা খাতুন ও সামিউল ইসলাম। বিতর্কের বিষয় ছিল ‘বিনামূল্যে আইনী সহায়তা প্রাপ্তিতে অজ্ঞতা-ই প্রধান অন্তরায়’। এ প্রতিযোগিতায় বিপক্ষ দল বিজয়ী হন এবং বিপক্ষ দলের দলনেতা আফরা অাদিবা জয়িতা শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়।

Print Friendly, PDF & Email