|

ভালুকায় আইপিএল নিয়ে চলছে লক্ষ লক্ষ টাকার জুয়া

প্রকাশিতঃ ৭:০০ অপরাহ্ণ | এপ্রিল ২৪, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকায় আইপিএল ক্রিকেট এখন জুয়ার আসর। ওভার এবেংকি বলে বলে চলছে হাজার হাজার টাকার জুয়া। আইপিএল খেলাটির কু-প্রভাবে প্রভাবিত হয়ে চার-ছক্কা আর উইকেট জুয়ায় মত্ত হয়ে উঠেছে ভালুকার যুবসমাজ। নিঃস্ব হচ্ছে ব্যবসায়ী,ধ্বংস হচ্ছে যুব সমাজ, লাভবান হচ্ছেন দাদন ব্যবসায়ীরা।

জানা যায়, শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে অলিগলির চায়ের দোকান, বড় ছোট ক্লাব, ব্যবসায়ীদের গদি ঘরে এমন কি বাসায়ও বসে জুয়ার আসর। মোবাইলে কন্টাক্টের মাধ্যমে ভ্রাম্যমাণ জুয়ার আসর তো আছেই।

মোবাইলে কথা হচ্ছে আর চলছে লক্ষ লক্ষ টাকার বাজি। আশপাশে লোকজনেরও বোঝার উপায় নেই কী কথা হচ্ছে মোবাইলে। আর লেনদেনও হয় বিকাশের মাধ্যমে। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার ক্রিকেট লীগ (আইপিএল) এ দেশের ক্রিকেটে যথেষ্ট প্রভাব ফেলেছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক লোক জানান, জুয়া খেলায় কেউ লাভবান হচ্ছেন, আবার কেউ হয়েছেন সর্বস্বান্ত। মূলত দলের উপর থেকে শুরু করে বল, রান, উইকেট এবং এমন কি খেলোয়াড়দের উপরেও চলে জুয়া।

প্রতিদিন দল বুঝে লাখ লাখ টাকার বাজি হয়ে থাকে। আইপিএল নিয়ে জুয়া খেলার জন্য কেউ কেউ স্ত্রী, মা-বোনের স্বর্ণালঙ্কার বন্ধক-বিক্রি করে। আবার অনেকে সুদি করে টাকা এনে জুয়া খেলায় অংশ নেয়। খেলা শুরুর আগেই এই দর-দাম ঠিক করা হয়।

তথ্য মতে, ভালুকা পৌর শহরের মোচার ভিটা, কোর্ড ভবন এলাকা, মেজর ভিটা, জ্ঞানের মোড়, পাঁচ রাস্তার মোড়, থানার মোড়, বাসট্যান্ডসহ বেশ কিছু স্থানে আইপিএল নিয়ে জুয়াখেলার আসর হয় নিয়মিত।আইপিএলের এই জুয়া খেলায় সমাজের ক্ষতি হচ্ছে, যুবসমাজ দিন দিন নেশাগ্রস্ত এবং চুরি-ডাকাতিতে জড়িয়ে পড়ছে।

প্রত্যক্ষদশীরা জানায়, ক্রিকেট নিয়ে এ কেমন জুয়া শুরু হয়েছে। বলে, রানে, উইকেটে আবার দলের সাথে তো আছেই। খেলোয়াড় ও টসের উপরও চলে লক্ষ টাকার বাজি।

এ বিষয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর-রশিদ জানান, বিষয়টি আমি শুনেছি কিন্তু এটা একটা অদৃশ্য জুয়া। তাই হাতে নাতে ধরাটা কষ্টকর। খোঁজ নিয়ে এই ধরণের ক্রিকেট জুয়ার আসরে অভিযান চালানো হবে।

Print Friendly, PDF & Email