|

স্বর্গ দেখেছি -শাকিল পাঠান

প্রকাশিতঃ ৭:৪৩ অপরাহ্ণ | এপ্রিল ২৪, ২০১৮

আমি স্বর্গদেখেছি, তা বাংলাদেশ ।

অপরুপ সৌন্দর্যে অদ্বিতীয় অশেষ।

আমার দৃষ্টি ধন্য হয় ভোরের আলো দেখে,

আমার মন ছুটতে চায় বাংলার দোলা মেখে।

আমার জন্ম সার্থক এই সোনার বাংলা দেশে,

ঠাই দিয়ো হে প্রভু ! জীবনের শেষে।

আমি স্বর্গদেখেছি, তা বাংলাদেশ ।

অপরুপ সৌন্দর্যে অদ্বিতীয় অশেষ।

বাংলায় আমার জন্মবলে জীবন পরিপূর্ণ আমার দেশের মাটি দেশের মানুষ খাটি মধু,স্বর্ণ।

ইতিহাস আমায় প্রেরণা যোগায় বাড়িয়ে দেয় গরর্ব,

দেশের জন্য মরতে শিখেছি প্রয়োজনে মরব।

সাবধান হে চাটুক কুনজর দিয়োনা বাংলার দিকে আমরা বাঙালী পাবে না পার পালাও যদি মৃত্যু র ভয় থাকে রুপের শুরু আছে তবে নেই এর শেষ মা বোনের আদর স্নহে পূর্ণ সবুজ শ্যামল এদেশ

Print Friendly, PDF & Email