ভালুকায় ঝড় শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
প্রকাশিতঃ ৮:২২ অপরাহ্ণ | এপ্রিল ২৫, ২০১৮

অসীত নন্দি ভানু: ঝড়ো বাতাস ও শিলাবৃষ্টিতে ভালুকার বিভিন্ন স্থানে ধানসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজ বুধবার দুপুরে বয়ে যাওয়া ঝড় ও শিলাবৃষ্টিতে উপজেলার নন্দিবাড়ি, বাটগাও, মল্লিক বাড়ি, ধীতপুর, কাচিনা, মেদয়ারী সহ বিভিন্ন ইউনিয়নের ফসলি জমির ধান, গ্রীষ্মকালীন ফল গাছের ব্যাপক ক্ষতি হয়েছে।
উপজেলার বিভিন্ন এলাকায় হঠাৎ প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টিতে কাঁচা ও আধাপাকা ধান গাছ থেকে ঝরে যাওয়া এবং ক্ষেতের সঙ্গে ধান গাছ নুয়ে পড়ায় চরম হতাশার মধ্যে পড়েছেন স্থানীয় কৃষকরা।