ভালুকায় গৃহস্থের গোয়াল থেকে গরু চুরি
প্রকাশিতঃ ১২:১৭ পূর্বাহ্ণ | এপ্রিল ২৯, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকা উপজেলার খারুয়ালী এলাকায় এক গৃহস্থের গোয়াল ঘর থেকে ২ টি ষাড় গরু চুরি করে নিয়ে গেছে চোরের দল। ২৫ই এপ্রিল দিনগত মধ্য রাতে এ ঘটনা ঘটে। এঘটনায় গরুর মালিক সোহেল মন্ডল বাদি হয়ে মোরাদ মিয়া নামের এক যুবককে আসামী করে ভালুকা মডেল থানায় অভিযোগ দায়ের করে।
অভিযোগ সুত্রে জানা যায়, গভীর রাতে গৃহস্থ বাড়ির পাশের গোয়াল ঘর থেকে ২টি ষাঁড় গরু চুরি করে নিয়ে গেছে চোরের দল। ভোর রাত ৪টার দিকে সোহেল মন্ডল গোয়াল ঘরে গিয়ে দেখেন ঘর ফাঁকা ২টি গরুই চুরি হয়ে গেছে। পরে বাড়ির পূর্ব দিকে খোঁজাখুজির জন্য বের হলে দেখে একই এলাকার রফিকুল ইসলাম গোলাপের ছেলে মোরাদ মিয়া হেটে যাচ্ছে । তখন গরুর মালিক তাতে ডাক দিলে সে দৌরিয়ে পালিয়ে যায়। গরু ২টির অনুমানিক দাম ১লক্ষ ৮০ হাজার টাকা।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন-অর রশিদ জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে যত দ্রুত সম্ভব এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।