ভালুকা মডেল থানা বদলে দেওয়া ওসি মামুনের বিদায়
প্রকাশিতঃ ১১:২৩ অপরাহ্ণ | মে ০২, ২০১৮
স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকা মডেল থানা থেকে সফল ওসি মামুন-অর-রশিদ পিপিএম এর বদলি জনিত কারনে বিদায় হয়েছে। থানাটি সৃষ্টির পর থেকে সবচেয়ে বেশি সৌন্দর্যবর্ধণ ও পরিবর্তন এই ওসির হাত দিয়েই হয়েছে। ওসি মামুন-অর-রশিদের বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধণার আয়োজন করে সমাজ সেবায় উৎসাহ মূলক স্বেচ্ছাসেবী সংগঠন “অভ্যুদয়”। বুধবার সন্ধ্যায় উপজেলার পাইলট স্কুল মোড়ে “ভালুকার খবর” প্রত্রিকার কার্যালয়ে ওই বিদায় সংবর্ধণার আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠনটি। এই থানায় কর্মরত অবস্থায় তিনি পেয়েছিলেন পুলিশের সর্বোচ্চ সম্মাননা পিপিএম। ভালুকা মডেল থানায় নতুন ওসি হিসেবে যোগদান করবেন টঙ্গি থানার ওসি মো. ফিরোজ তালুকদার। ওসি মামুন-অর- রশিদ ময়মনসিংহ পুলিশ লাইন্সে লাইন ওয়ার হিসেবে কর্মরত থাকবেন।
ওসি মামুন ভালুকা মডেল থানায় যোগদান করেছিলেন ১লা সেপ্টেম্বর ২০১৫ সনে। এই সময়ের মধ্যে জেলায় শ্রেষ্ট ওসি হিসেবে নির্বাচিত হয়েছিলেন ১২বার ও ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছিলেন ৪বার। তিনি শুধু শ্রেষ্ঠ ওসি খাতা পত্রেই নির্বাচিত হননি, থানাটি সৃষ্টির পর থেকে সর্বোচ্চ কাজ ও পরিবর্তন হয়েছে তার হাত ধরেই। মনোরম পরিবেশে সাজিয়েছিলেন থানাটিকে। থানা পুলিশের জীবনমান উন্নয়ন, থানা এলাকাকে মাদক মুক্তকরণ, বাল্য বিবাহকে লাল কার্ড, কমিউনিটি পুলিশিং শক্তিশালি করতে সফল হয়েছেন শতভাগ। প্রত্যেক মাসে চৌকিদারদের সাথে নিয়মিত মত বিনিময়, তাদের ভালো কাজে উৎসাহিত করার জন্য পুরস্কার দেওয়া, চৌকিদারদের ঈদ সামগ্রী বিতরণ এই থানায় শুরু তার হাত ধরেই। তাছাড়া অসুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানো, উপজেলার বিভিন্ন এতিমখানার ছাত্রদের জন্য প্রায়ই উন্নত মানের খাবারের আয়োজন করা, রক্তদান, স্বেচ্ছাসেবী সংগঠনের কাজের সাথে সরব অংশগ্রহন যেন তার রুটিন কাজ হয়ে দাঁড়িয়েছিলো। অধূমপায়ী এই ওসি থানায় আগত সকলের অপ্যায়নের জন্য টেবিলের উপর চকলেট রেখে দিতেন। এমন একজন ওসির বিদায় হচ্ছে অশ্রুজলে। স্বেচ্ছাসেবী সংগঠন “অভ্যুদয়” আয়োজিত বিদায় সংবর্ধনায় ওসিকে বিদায় দিতে উপস্তিত হয়েছিলেন থ্যালামেমিয়া রুগী সারোয়ার জাহান। যে সারোয়ারকে কিছুদিন আগে স্বেচ্ছায় রক্ত দান করে পুলিশ সদস্যদের রক্তদানের জন্য উৎসাহিত করেছিলেন তিনি।
বিদায় সংবর্ধণার অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্তিত ছিলেন, অভ্যুদয় সভাপতি আসাদুজ্জামান সুমন, সিনিয়র সহ-সভাপতি মিসবাহুল ইসলাম সা‘দ, সহ-সভাপতি মোহাম্মদ ইমন, যুগ্ম সম্পাদক জুনায়েত হোসেন রিপেল, সাহিত্য সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ, কৃষি সম্পাদক দৌলত হোসেন, অপ্যায়ন সম্পাদক নাঈম খান, কার্যকরী সদস্য সাব্বির আহাম্মেদ, সারোয়ার জাহান, সহ-সম্পাদক ইজাস সরকার, সুযিত মিত্র, আকাশ মন্ডল প্রমুখ।
বিদায়ী ওসি মামুন-অর রশিদ পিপিএম জানান, আমার কর্মজীবনে ভালুকা মডেল থানা একটি স্মরণীয় স্থান হিসেবে লিখা থাকবে। কেননা এই থানায় কর্মরত থাকা অবস্থায় আমি পেয়েছি পুলিশের সর্বোচ্চ সম্মাননা পিপিএম। এই থানার জনপ্রতিনিধি, সুশীল সমাজ, গণমাধ্যমকর্মী, স্বেচ্ছাসেবী ও থানার স্টাফদের অন্তরিক সহযোগীতায় আমি এসব কাজ করতে পেরিছি। আমি সকলের প্রতি কৃতজ্ঞ। ভালুকাবাসীর কাছে দোয়া ও সহযোগীতা চাই সবসময়।



