|

সমঝোতা হলে ছাত্রলীগের সম্মেলনে ভোট নয়- শেখ হাসিনা

প্রকাশিতঃ ৩:৩৩ পূর্বাহ্ণ | মে ০৩, ২০১৮

ডেস্ক রিপোর্ট, ভালুকার খবর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমঝোতা হলে ছাত্রলীগের সম্মেলনে ভোটের দরকার হবে না।

বুধবার বিকেলে গণভবনে সৌদি আরব, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সফরের বিষয়ে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, যেভাবে হওয়ার সেভাবেই হবে। ইতোমধ্যে কে কে প্রার্থী তাদের তালিকা নেওয়া হয়েছে। ছাত্রলীগের নেতা নির্বাচনের পদ্ধতি আছে। তালিকায় আসা আগ্রহীদের ডেকে সমঝোতার চেষ্টা করা হয়। হলে এই কমিটির প্রেস রিলিজ দেওয়া হবে। এতে সফল না হলে স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে ভোট হবে। তবে ভোটের মাধ্যমে হওয়ারও একটা ঝামেলা আছে। তারা ইয়াং ছেলেপুলে, ভোটের মধ্যে অনেক কিছুই হতে পারে। তারা প্রভাবিত হতে পারে। তবে আমরা দেখব, ভোটের মধ্যে যোগ্য নেতৃত্ব এসেছে কি না। না এলে তাহলে ব্যবস্থা নেওয়া হবে। আপনারা জানেন, ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচনে একটা উপযুক্ত বয়সসীমা রয়েছে, তাদের ছাত্র হতে হবে। এদের মধ্য থেকেই নতুন নেতৃত্ব বেছে নেওয়া হবে।

Print Friendly, PDF & Email