ডাকাতিয়ায় বঙ্গবন্ধু সৈনিকলীগের পরিচিতি সভা অনুষ্ঠিত
প্রকাশিতঃ ১২:৩৬ পূর্বাহ্ণ | মে ০৪, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকায় ৮নং ডাকাতিয়া ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিকলীগের ৭ ও ৮নং ওয়ার্ড শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভাটি কাতলামারি পাঁচগাও ওই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম পিন্টু। পরিচিতি সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সৈনিকলীগ ভালুকা উপজেলা শাখার সভাপতি কামরুজ্জামান কবির, সাধারন সম্পাদক আতিক উল্লাহ আতিক, মেদুয়ারী ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম হিল্টন মোল্লাহ্, যুবলীগ নেতা রমিজ উদ্দিন খান, সাংবাদিক জাহিদুল ইসলাম খান, ফয়সাল ইসলাম ফাইজুল, ডাকাতিয়া ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি মো. সোহেল রানা, সাধারন সম্পাদক রাসেদুল ইসলাম রাসেদ প্রমুখ।