|

ভালুকায় স্বামী কর্তৃক স্ত্রীর বিরুদ্ধে মামলা

প্রকাশিতঃ ১০:৫০ অপরাহ্ণ | মে ০৫, ২০১৮

মো. কামরুজ্জামান মানিক: ভালুকা পৌরএলাকার ১ নং ওয়ার্ডের জসিম উদ্দিনের ছেলে সোহেল রানা তার স্ত্রী সানজিদা আক্তার আঁখির বিরুদ্ধে থানায় চুরির অভিযোগ এনে একটি মামলা দ্বায়ের করেছে (মামলা নং-৫১ তারিখ-২৭/৪/২০১৮ ইং)।

অভিযোগে জানাযায়, গত ৮ মাস পূর্বে একই এলাকার আমির উদ্দিন খানের মেয়ে সানজিদাকে ইসলামী শরিয়তমতে সোহেল রানা বিয়ে করেন। বিয়ের পর থেকেই তার স্ত্রী কারনে অকারনে ঘর থেকে টাকা পয়সাসহ অন্যান্য জিনিস পত্র সরাতে থাকে। ওই ব্যাপারে প্রতিবাদ করলে সংসার করবেনা বলে হুমকি দেয়। এঘটনায় স্থানীয় ভাবে একাধিকবার শালিশ দরবার হয়েও কোন ফল হয়নি। গত ২৪ এপ্রিল রাতে সোহেলকে শরবতের সাথে চেতনানাশক ঔষধ খাইয়ে সানজিদা তার ভাই রতন মিয়ার সহযোগিতায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় সারে ৬ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে পালিয়ে যায়। পর দিন জ্ঞানহওয়ার পর চুরি যাওয়ার বিষয়টি নিশ্চিত হন ও ঘরে স্ত্রীকে না পেয়ে খোঁজা-খোঁজির এক পর্যায়ে ভালুকা থানায় মামলা দায়ের করেন।

Print Friendly, PDF & Email