নেত্রকোনায় তক্ষকসহ আটক ২
প্রকাশিতঃ ১১:০৮ অপরাহ্ণ | মে ০৫, ২০১৮

আটকরা হলেন- জেলার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের কুড়াখালী গ্রামের মো. হাছেন আলীর ছেলে আবুল কালাম (৪৬) ও একই গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে আবুল হাশেম (৩৫)।
শনিবার গোয়েন্দা (ডিবি) পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র এসআই মো. আবুল কাশেমের নেতৃত্বে একটি দল শুক্রবার রাত দেড়টার দিকে কুড়াখালী গ্রামে অভিযান চালায়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পাঁচারকারী চক্রের সদস্যরা দৌঁড়ে পালানো চেষ্টা করে। এসময় ওই তক্ষকসহ চক্রের দুই সদস্যকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়।
নেত্রকোনার গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর তৈমুর ইলী বলেন, প্রতারণার অভিযোগ এনে আটক দুইজনসহ ৯ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত আরও ৫ জনকে আসামি করে বন্যপ্রাণী সংরক্ষন ও নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
আটকদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।