ভালুকার ছাত্রনেতা আদনান কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলনে সভাপতি প্রার্থী
প্রকাশিতঃ ৩:৪৮ পূর্বাহ্ণ | মে ০৯, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকার উপজেলার ৪নং ধীতপুর ইউনিয়নের ধলিয়া গ্রামের কৃতি সন্তান মেধাবী ছাত্রনেতা মো. আদনান খান আগামী কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলনে সভাপতি পদপ্রার্থী হয়েছেন। তিনি বর্তমান কেন্দ্রীয় ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত নেতা। উল্যেখ্য আদনান খান ভালুকা উপজেলা আ‘লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সোনা মিয়ার নাতি। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র ছিলেন।
অাদনান খান বলেন, আমার দাদা ভালুকা উপজেলা আ‘লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। আমার নানা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজ উদ্দিন আহাম্মেদ। আমার শরিরে তাদের রক্ত বহমান। আমি সবসময় চেষ্টা করি তাদের আদর্শ অনুসরণ করার । আমি যদি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হতে পারি তবে আমার মামা সোহেল তাজ ও সিমির হোসেন রিমি আন্টির মত স্বচ্ছ ভাবে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করবো। আমি ভালুকাবাসীর দোয়া ও সহযোগীতা চাই।
উল্যেখ্য, ভালুকা থেকে বর্তমান ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের মিনার হোসেন সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলার ডাকাতিয়া ইউনিয়ন কাতলামারী গ্রামের আব্দুল হামিদ কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদ প্রার্থী হয়েছেন।