|

ভালুকায় সরকারী রাস্তা খুঁড়ে গ্যাস লাইন স্থাপন: জন দুর্ভোগ চরমে

প্রকাশিতঃ ৪:১৫ পূর্বাহ্ণ | মে ১১, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ী জামিরদিয়ার কাঁশর এলাকায় স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় এম জি কটন মিলস লিঃ সরকারী রাস্তা কেটে গ্যাস পাইপ লাইন বসানোয় চরম দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী। সমপ্রতি কাঁশর এলাকার আরিফ নীট স্পিনিং মিলের ৭নং গেইট এলাকায় রাস্তা খুঁড়ে পাইপ লাইন বসানোর সময় এলাকাবাসী রাস্তা খননে বাধা প্রদান করেন।

আরিফ নীট স্পিনিং মিলের ডিজিএম কবির উদ্দীন বিপুল জানান, তাদের ফ্যাক্টরীতে ব্যবহৃত গ্যাস লাইন থেকে এমজি কটন মিলে গ্যাস সরবরাহের জন্য পাইপ লাইন বসানোর কাজ চলছে যা তারা বাঁধা দিয়েছেন। কোম্পানির নিজস্ব অর্থায়নে শুধু তাদের প্রয়োজনে ১২ ইঞ্চি ডায়ার ১৪০ পিএস আই ক্ষমতা সম্পন্ন ফ্যাক্টরীতে গ্যাস সংযোগ স্থাপন করেছেন, অন্যত্র সংযোগ দিলে তাদের লাইনে প্রেসার কমে যাবে ফলে উৎপাদন ব্যাহত হবে। তিনি আরও জানান চলাচলের সুবিধার্থে ফ্যাক্টরীর মাঝখান দিয়ে ২র্৪ ফিট প্রস্থে আরিফ মিলের নিজস্ব অর্থায়নে আরসিসি রাস্তা নিমার্ণ করা হয়েছে যা কোন মতেই কাটতে দেয়া হবেনা।
৫নং ওয়ার্ড মেম্বার আবুল হাসেম ঢালী জানান, জনগনের চলাচলের রাস্তাটি খনন কাজে এলাকাবাসীর সাথে তিনিও বেশ কয়েকবার বাঁধা দিয়েছেন। কিন্তু তারা প্রভাবশালীদের সহযোগিতায় জোরপূর্বক রাস্তা খনন করে চলেছেন।

এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম, আঃ আজিজ, আঃ কদ্দুছ ও আরও অনেকে জানান দীর্ঘদিন যাবৎ রাস্তাটি খনন করায় ছেলে মেয়েরা ঠিকমত স্কুল কলেজে যেতে পারছেনা, এলাকার সকল মানুষের যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

এমজি মিলের স্থানীয় প্রতিনিধি শহীদুল ইসলাম জানান তারা ইউনিয়ন চেয়ারম্যানের অনুমতি নিয়ে পাইপ লাইন স্থাপনের কাজ করছেন, কিন্ত তাৎক্ষনিক কোন কাগজ পত্র দেখাতে পারেনি। হবিরবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু জানান, তিনি শর্ত সাপেক্ষে ওই রাস্তাটি কাটার অনুমতি দিয়েছেন।

 

Print Friendly, PDF & Email