|

ভালুকার সবচেয়ে দৃষ্টি নন্দন মসজিদের উদ্বোধন

প্রকাশিতঃ ৬:২০ অপরাহ্ণ | মে ১১, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকার ৮নং ডাকাতিয়া ইউনিয়নের আংগারগাড়া গ্রামে উপজেলার সবচেয়ে দৃষ্টি নন্দন নবনির্মিত মসজিদের উদ্বোধন করা হয়েছে। ওই গ্রামের মৃত সাকেন আলী মেম্বারের ছেলে প্রভাসী আলহাজ্ব এম.এ ওয়াহেদ  নিজস্ব অর্থায়নে ওই মসজিদটি নির্মাণ করা হয়। শুক্রবার জুম্মার নামাযের আগে নবনির্মিত মসজিদটি উদ্বোধন করেন কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহের ঈমাম আল্লামা ফরিদ উদ্দিন মাসউদ।
সকাল সাড়ে ১১টায় হেলিকপ্টার যোগে মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ আঙ্গারগাড়া গ্রামে পৌছান। পরে জুম্মার নামাযের আগে মসজিদের উদ্বোধন করেন। সবশেষে মুসল্লীদের নিয়ে আল্লামা ফরিদ উদ্দিন মাসউদের ইমামতিতে জুম্মার নামায আদায় করা হয়।


এম. এ ওয়াহেদ বলেন তিন তলা মসজিদটি নির্মাণ করা হয়েছে । আর এর নির্মাণ ব্যয় হয়েছে সাড়ে চার কোটি টাকা। একসাথে সাড়ে হাজার মানুষ নামায আদায় করতে পারবে এই মসজিদে।আমি সবসময় আপনাদের সাথে আছি ভবিষ্যতেও থাকব।আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের আরও সেবা করতে পারি।  মসজিদ উদ্বোধন করে নামায আদায় শেষে আগত সকলকে আলহাজ্ব এম এ ওয়াহেদের পক্ষ থেকে দুপুরের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
গ্রামের নামে নামকরণ করে নবনির্মিত মসজিদের নামকরণ করা হয়েছে আঙ্গারগাড়া শাহী জামে মসজিদ । মসজিদ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন, বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ পৌরমেয়র ইকরামুল হক, ভালুকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু প্রমুখ।

Print Friendly, PDF & Email