কবিতা কথা বলেনা রাতও জাগেনা
প্রকাশিতঃ ১০:৫৬ অপরাহ্ণ | মে ১২, ২০১৮

তৌহিদুর রহমান রাসেল:
কবিতা কথা বলেনা
রাতও জাগেনা-
অনুভূতির ফুলঝুরি ফোটায়,
বিষন্ন রাতে!
কবিতাকে কত ভাবেই মেনে নেই –
অন্তরের কাঁটাতার,
স্বতঃস্ফূর্ত হাসিতে।
কবিতা,
কবিতাই থাকে,
শুধু ভিন্নভাবে সাজাই,
বাস্তব,কল্পনায় মাখামাখি করে,
তাতে কবিতার কি দুষ বল?
নদীর ঢেউয়ের দু-টানার মত –
জল্পনা-কল্পনার বৃথায় ঝড় তুলি,
আবার তীরে ভিড়ি,
পালহীন নৌকায়।
আমাকে আমি বিভ্রান্ত করি।
অথচ কবিতা জীবনের ছিন্নপত্র হরহামেশাই গড়ি,
ভাঙ্গি জীবন হতে জীবনে।
লেখক: ছাত্রলীগ নেতা ও স্বেচ্ছাসেবী