অনেক বছর
প্রকাশিতঃ ১১:৫৬ অপরাহ্ণ | মে ১৬, ২০১৮

মো. কামরুজ্জামান তুহিন:
মরুভূমিতে জলবিন্দুর মত
তুমি অামার জীবনে
তৃষ্ণা মিটিয়ে কেবলই রিক্ত হচ্ছ
অামায় সিঁক্ত করছ।
যে জল বুঝিয়ে দেয় জীবন-মৃত্যুর পার্থক্য
তোমার ভালবাসাও তেমনি অামার জীবনে।।
তোমায় ছেড়ে যাচ্ছি না অামি
তেমন শক্তিও নেই অামার দেহ-মনের
বেঁচে থাকতে তোমায় সুযোগ দিচ্ছি
অন্তত অারও কিছুটা সময় বেঁচে থাক।
সুস্থ্যতা অার অসুস্থ্যতা
ভাল-মন্দ না হিসেব করার নাম পাগলামো
ভালবাসা অারও নিষ্ঠুর কিছু
তবে মৃত্যুর চেয়েও গভীর শান্তিময়।
অামি বাঁচতে চাই
তোমার ভালবাসায় সিঁক্ত হতে চাই,
তাই বলে স্বার্থপরতায়
কোন ভাবেই তোমায় রিক্ত করে নয়।
তুমি বেঁচে থাক, ভাল থেকো
শান্তিতে অনেকটা সময়
নিঝর্ন্জাট অনেক বছর।
লেখক: উপাধ্যক্ষ ভালুকা ডিগ্রী কলেজ ও সাবেক ময়মনসিংহ জেলা প্রতিনিধি দৈনিক প্রথম আলো।