ভালুকায় ইজি মার্ট এর শো-রুম উদ্বোধন
প্রকাশিতঃ ১২:২৬ পূর্বাহ্ণ | মে ১৭, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকায় ইজি মার্ট এর নতুন শো-রুম ও বিক্রয় কেন্দ্র উদ্বোধন হয়েছে। বুধবার বিকালে উপজেলার বাসট্যান্ডের হক সুপার মার্কেটে মিলাদ ও দোয়া মাহফিল শেষে শো-রুমটির ১ম শাখার উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে হাজি এমদাদুল হক, ডাঃ মো. রেজাউল করিম অপু, মোকছেদুর রহমান মামুন, রেজাউল করিম, নজরুল ইসলামসহ ভালুকা বাজারের ব্যাবসায়ীরা অংশগ্রহন করেন।
ইজি মার্ট এর প্রতিষ্ঠাতা ভালুকার স্বনামধন্য প্রতিষ্ঠান চিফ এন্ড বেষ্ট এর সত্তাধিকারী মো. সাইদুর রহমান সাঈদ।