আমি কি তাঁকে ক্ষমা করার অধিকার রাখি???
প্রকাশিতঃ ১:২৩ পূর্বাহ্ণ | মে ১৯, ২০১৮

মো. আসাদুজ্জামান সুমন:
ভালুকায় আশরাফ উদ্দিন জুলফিকার নামের এক ভূয়া ডাক্তার আটক হয়েছে। পুলিশের হাতে আমিই তাঁকে তুলে দিয়েছি। শতভাগ ভূয়া প্রমাণ হওয়া ও নিজের অপরাধ স্বীকার করে নেওয়ার আগ পর্যন্ত লোকটির সাথে ছিলাম আমি, মোখছেদুর রহমান মামুন ভাই ও ছোট ভাই মামুন মন্ডল। নিজের অপরাধ স্বীকার করে লোকটি এক এক করে সবার পায়ে ধরেই কান্নাকাটি করেছে। তার একটি ছেলে ও একটি মেয়ের দোহাইও দিয়েছে বেশ কয়েকবার। আমি একটু আবেগপ্রবণ মানুষ। পিতার বয়সের একটা লোকের আহাজারিতে আমি বিব্রতই হইনি নিজেকে অপরাধীও মনে হয়েছে কয়েকবার। অনেক লোভনীয় অফারও ছিলো ওই ভূয়া ডাক্তরকে ক্ষমা করার শর্তে। রাজি হইনি। আমি কি তাকে ক্ষমা করার অধিকার রাখি??? তাছাড়া আমার ক্ষুধা লাগলেও সাপ খাওয়ার অভ্যাস নেই। তার অপরাধ ক্ষমার অযোগ্য। সে এই কাজের সাথে প্রায় ১০ বছর যাবৎ জড়িত। ভালুকায় আরও কয়েকটি হাসপাতালে সে চেম্বার করেছে। গফরগাঁও, মাওনা ও কাপাশিয়াতে নিয়মিত চেম্বার করে সে।
সকলের দোয়া ও সহযোগীতায় চাই আমৃত্যু।
লেখক: সাংবাদিক, স্বেচ্ছাসেবী ও ব্যাবসায়ী