|

ভালুকায় স্বাশিপ‘র ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশিতঃ ৩:২৫ অপরাহ্ণ | মে ২৬, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকায় স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্বাশিপ ভালুকা উপজেলা শাখার আয়োজনে শুক্রবারে উপজেলার বাসট্যান্ডে হোটেল রাজধানীতে ওই  ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

স্বাশিপ সভাপতি অধ্যক্ষ এস.এম. ওয়াসেক আল আমিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অধ্যক্ষ এ.আর.এম. শামছুর রহমানের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ অধ্যাপক ডা. এম. আমানউল্যাহ এম.পি।

এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মো: আবদুর রউফ, জেলা স্বাশিপ যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মো. জালাল উদ্দিন, সদস্য সচিব অধ্যাপক মো. আফতাব উদ্দীন, স্বাশিপ ভালুকার সিনিয়র  সহ-সভাপতি অধ্যক্ষ মো. মোজাম্মেল হক কিরণ, সাংগঠিক সম্পাদক প্রভাষক জাহিদুল ইসলাম সুবিন,  যুগ্ম সম্পাদক মো. তাসারফ হোসেন, পাঠাগার সম্পাদক প্রভাষক আনোয়ার হোসেন তরফতার, পৌর স্বাশিপের সভাপতি উসমান গনি তুহিন, সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন ঢালী মনির, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো. রমজান আলী সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. আ: জলিল, উপজেলা কৃষকলীগ সভাপতি মো. আহসান হাবিব মোহন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মামুন, সাধারন সম্পাদক শাহরিয়ার হক সজীব প্রমুখ।

ইফতারের পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনায় এবং স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে একতাবদ্ধ হওয়ার মানষে মোনাজাত পরিচালনা করেন স্বাধীনতা মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি মাওলানা মো. নাজমূল আলম।

Print Friendly, PDF & Email