|

এমন কালজয়ী লেখা আরোও আছে কিনা জানা নেই

প্রকাশিতঃ ২:২৮ পূর্বাহ্ণ | মে ২৮, ২০১৮

এম.এ মালেক খান উজ্জল:

একই ব্যক্তির লেখা দুটি ধর্মী য় সংগীত । এমন কালজয়ী লেখা আরোও আছে কিনা জানা নেই—-। তাঁর জন্মজয়ন্তিতে শ্রদ্ধাঞ্জলী-

(০১)
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ। তোর সোনা-দানা, বালাখানা সব রাহে লিল্লাহ দে যাকাত, মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
– সুর ও গীত-কাজী নজরুল ইসলাম

(০২) এলো নন্দের নন্দন নবঘনশ্যাম
এলো যশোদা নয়ন মণি নয়নাভিরাম
প্রেম রাধারামন ওগো বঙ্কিমঠাম
চির রাখাল গোকুলে এলো গোলোক
ত্যাজি কৃষ্ণ জী কৃষ্ণ জী কৃষ্ণ জী কৃষ্ণ
জী।।
ভয়ত্রাতা এলো কারাক্লেশনাশি কাজল
নয়নে এলো উজ্জল শশী মুছাতে বেদন
ব্যাথা তিমির হারি ঐ
বিজলী ঝলকে এলো ঘন গরজি।।
হে বিরাট তবো মঙ্গল
আঁখি তলে কতো পুষ্প ফোঁটে প্রেম
অশ্রুজলে অরবিন্দ পদে আর কিছু
না চাহি যেন গোপন প্রেমে মন
রহে মজি।

লেখক: দৈনিক সমকাল‘র ভালুকা প্রতিনিধি ও ভালুকা প্রেসক্লাবের সাবেক ৪বারের সাধারন সম্পাদক। (লেখকের ফেইসবুক থেকে সংগৃহীত)

Print Friendly, PDF & Email