|

বিশ্বকাপ পতাকা উড়ানো নিয়ে দ্বন্দ্ব: আর্জেন্টিনা সমর্থক কুপিয়েছে ব্রাজিল সমর্থকরা

প্রকাশিতঃ ৫:৫৪ পূর্বাহ্ণ | মে ২৯, ২০১৮

স্টাফ রিপোর্ট,ভালুকার খবর:  নারায়ণগঞ্জের বন্দরে আর্জেন্টিনা সমর্থক বাবা ও ছেলেকে কুপিয়ে জখম করেছে ব্রাজিল সমর্থকরা। বন্দরের মিনারবাড়ি এলাকায় পতাকা উড়ানো নিয়ে দ্বন্দ্বে জের ধরে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বন্দরের মিনারবাড়ি এলাকায় আর্জেন্টিনা সমর্থক ও ব্রাজিল সমর্থকদের মধ্যে পতাকা উড়ানো নিয়ে দ্বন্দ্ব হয়। এর জের ধরে রাতে তারাবি নামাজের পর বন্দরের মিনারবাড়ি এলাকার কলিমউল্লাহর ছেলে সেলিম (৫০) ও তার ছেলে সজিবের ওপর হামলা চালায় ব্রাজিল সমর্থকরা। এসময় হামলাকারীরা চাপাতি দিয়ে দু’জনকে কুপিয়ে জখম করে।

আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় মামলা হয়েছে জানিয়ে বন্দর থানার ওসি শাহীন মণ্ডল বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে

Print Friendly, PDF & Email