এখনো কিছু স্বপ্ন
প্রকাশিতঃ ৯:৪২ অপরাহ্ণ | জুন ০১, ২০১৮

তৌহিদুর রহমান রাসেল:
এখনো কিছু স্বপ্ন,
নীল রং এর জল ছবি আঁকে,
কল্পনার ভাজে,পাঝরের পাশে,
আমার শহরের কবিতায় গল্পে।
তবু আমার শহর আমাকে- বাঁচতে শেখায়,
প্রতিটা শুক ছায়ার আঁবছা দেয়ালের উপর থেকে।
এ শহর শিখিয়েছ আমায়,
গন্ধ কখনো মিথ্যে বলে না।
লেখক: ছাত্রলীগ নেতা ও স্বেচ্ছাসেবী