ভালুকায় এপেক্স ক্লাব অব ব্রহ্মপুত্রের ইফতার
প্রকাশিতঃ ১১:০০ অপরাহ্ণ | জুন ০১, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকায় এপেক্স ক্লাব অব ব্রহ্মপুত্র‘র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবারে উপজেলার মেহেরাবাড়িতে ইমদাদুল উলুম নূরানী হাফেজী মাদরাসায় কিরাত, হামদ‘নাত প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
ইমদাদুল উলুম নূরানী হাফেজী মাদরাসার সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব ব্রহ্মপুত্র‘র সভাপতি এপেঃ মাজেদুল ইসলাম পিতুন, সাবেক সভাপতি এপেঃ ফজলুল করিম রাজা, সাধারন সম্পাদক এপেঃ আবুল কালাম আজাদ, সদস্য এপেঃ সাইদুর রহমান, এপেঃ তারিকুল ইসলাম মিলন, এপেঃ মোকছেদুর রহমান মামুন, ডাঃ মো. রেজাউল করিম অপু, বুলবুল আহাম্মেদ রুপক, লিও ক্লাবের সদস্য প্রিতম প্রমুখ।