ভালুকায় সাংবাদিকের মোটরসাইকেল চুরি
প্রকাশিতঃ ৫:২৮ অপরাহ্ণ | জুন ০৫, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকায় দিনদুপুরে সাইফুল ইসলাম নামের এক সাংবাদিক মোটরসাইকেল চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে পাঁচ রাস্তার মোড় রায় মার্কেটের পূবালী ব্যাংকের সামনে।
জানাযায়, দৈনিক আলোকিত সকাল প্রত্রিকার ভালুকা প্রতিনিধি ও ভালুকা সাংবাদিক সেবা সংস্থার সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম উপজেলার বাজার রোডে অবস্থিত পূবালী ব্যাংক লিঃ এ ব্যাংকিং কাজ করার জন্য ব্যাংকের নিচে তাঁর হিরু স্পেন্ডার প্রো মোটরসাইকেলটি রেখে যায়, পরে কাজ শেষ করে এসে মোটরসাইকেলটি খোঁজে পায়নি। এ ঘটনায় ভালুকা মডেল থানায় জিডি করা হয়েছে।
সাংবাদিক সা্ইফুল ইসলাম বলেন, মোটসসাইকেলটি যদি কারও নজরে পড়লে তাহলে নিকটস্থ থানায় অথবা ০১৭৩১৩৯৭৭৩৯ নাম্বারে যোগাযোগ করার আহবান জানাই।