|

ভালুকায় সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত

প্রকাশিতঃ ৬:২৯ অপরাহ্ণ | জুন ০৫, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ভালুকায় সড়ক দুর্ঘটনায় রাশেদ মিয়া (৩০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন । ট্রাকের হেলপার রাকিব মিয়া আহত হয়েছেন। মঙ্গলবার সকালে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের উপজেলার সিডস্টোর এতিমখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

ভালুকা ফায়ার স্টেশন অফিসার রকিবুল হাসান জানান, সকালে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের সিডস্টোর এতিমখানার সামনে পাথর ভর্তি একটি ট্রাক বালু ভর্তি আপর একটি ট্রাককে  পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাক চালক ত্রিশাল উপজেলার নয়ন মিয়ার ছেলে রাশেদ মিয়া গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ট্রাকে থাকা ত্রিশাল উপজেলার লতিফ মিয়ার ছেলে রাকিব(২৫) আহত হয়।

Print Friendly, PDF & Email