|

ময়মনসিংহের পুরো হকার্স মার্কেট পুড়ে ছাই

প্রকাশিতঃ ৪:৩৪ অপরাহ্ণ | জুন ০৭, ২০১৮

স্টাফ রিপোর্ট, ভালুকার খবর: ময়মনসিংহে ভয়াবহ আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে শহরের অন্যতম বড় হকার্স মার্কেটটি। পুড়ে ছাই হয়ে গেছে প্রায় ১৫০ দোকান। বৃহস্পতিবার সকাল সাতটায় শহরের গাঙিনারপাড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের তিন ঘণ্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

ফায়ার সার্ভিস জানায়, সকাল ৭টার দিকে গাঙিনারপাড় এলাকায় হকার্স মার্কেটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ করে। কিন্তু আগুনের তীব্রতা বাড়ায় র‌্যাব-পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসের আরও কয়েকটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ঈদকে সামনে রেখে দোকানে নতুন মালামাল তোলায় সম্পূর্ণ নিঃস্ব হয়ে হাহাকার করছেন দোকান মালিকরা।

ঘনবসতিপূর্ণ এলাকা ও পানির সংকট থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের। পরে তিন ঘণ্টার আগুন নিয়ন্ত্রণে এলেও পুরো মার্কেটের প্রায় দেড়শ দোকান পুড়ে ছাই হয়ে যায়।

Print Friendly, PDF & Email