|

ভালুকায় শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া

প্রকাশিতঃ ১:৪১ পূর্বাহ্ণ | জুন ১০, ২০১৮

মো. ইজাস সরকার, স্টাফ রিপোর্টার, ভালুকার খবর: ১ভালুকায় সাবেক ছাত্রলীগ নেতা তানভির খানের আয়োজনে বাংলাদেশ আ‘লীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক এবং ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সদস্য কর্মীবান্ধব নেতা মো. তানভির খানের ব্যাক্তিগত আয়োজনে বাসট্যান্ড এলাকার হোটেল রাজধানীতে ওই দোয়া ও ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।

দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে উপজেলাসহ বিভিন্ন ইউনিয়নের সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতারা অংশগ্রন করেন।

উপজেলা ছাত্রলীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক এস. এম আদিল আহাম্মেদ জানান, “ভালুকায় সাবেক ছাত্রলীগ নেতাদের মাঝে তানভির খাঁন একটি জনপ্রিয় নাম, মফস্বল এলাকার একজন সাবেক বা বর্তমান ছাত্রনেতা যদি তাঁর কাছে কোন কাজে আসে কিংবা সহযোগীতা চায় তাহলে সেই কাজটা তিনি খুব আন্তরিকতার সাথে করে দেওয়ার চেষ্টা করেন”।

তিনি বলেন, “এই টাইপের মহান কাজটা বর্তমান সময়য়ের সব নেতারা করেননা। তিনি দীর্ঘদিন দলীয় পদের বাইরে থেকেও কর্মীদের সব ধরণের আপদ বিপদে সবার আগে এগিয়ে যান এটা সত্যিই খুব প্রশংসনীয়।

Print Friendly, PDF & Email