ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় “এস.এস.সি (কারিগরি) ২০১৪ ব্যাচ” এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিতঃ ৭:২২ অপরাহ্ণ | জুন ১১, ২০১৮

সাখাওয়াত হোসেন সুমন:
আজ (১১ ই জুন) সোমবার, বৈশাখী রেস্তোরা ও পার্টি সেন্টারে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় “এস.এস.সি (কারিগরি) ২০১৪ ব্যাচ” এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়!
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে এস.এস.সি (কারিগরি) ২০১৪ ব্যাচের এস. আই. পাপন, নাসির উদ্দিন হুমায়ুন, জাহিদ হাসান শুভ, মিজানুর রহমান রাজ, রাকিব হাসান, এনামুল হক, আল ইবনে শুভ, সজীব মাহমুদ, উজ্জ্বল খান জেএম, জালাল উদ্দিন বাবু, এনামুল হক, নাঈমুর রহমান খান, মো. মিঠুন, সাব্বির হাসান, মোস্তাফিজুর রহমান তামিম, তারেক হাসান, সাগর, আল আমিন ও সাখাওয়াত হোসেন সুমন উপস্থিত ছিলো…
এস.আই. পাপন বলে, “এই রকম ইফতার ও দোয়া মাহফিল আমরা মরার আগ পর্যন্ত প্রতি বছর করবো! ইনশাআল্লাহ। ”
নাসির উদ্দিন হুমায়ুন বলে, “আগামী বছর থেকে গরীব ও দুস্থদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করবো।”