সেই একটা দিন কবেই চলে গেছে
প্রকাশিতঃ ১২:১৭ পূর্বাহ্ণ | জুন ১৩, ২০১৮

শেখ সাদিয়া আরাফিন:
সেই একটা দিন কবেই চলে গেছে আজ বুজতে পারলাম না
তুমি বলে ছিলে ভালোবাস আমাকে
আমি বোকার মত নির্ঘুম নিসচুপ হয়ে আজো অপেক্ষাই মক্ত
তুমার আশাই ভালোবাসার বিন্দু থেকে সিন্ধু রুপান্তর করেও
আজ মরুভূমির মত হাহা কার চারপাশ
উত্তাল সাগর এর মত দেখালেও কেবলি ধূসর বালুচর
তুমায় ছাড়া অপেক্ষার চার দেওয়ালে
বন্ধী ভালোবাসা গুলো আজো সেই একটা দিনের অপেক্ষায়
লেখক: শখের কবি